পটুয়াখালীর গলাচিপায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭র শুভ উদ্বোধন করা হয়। ২১ জুন শুক্রবার বিকেল ৫ টার সময় গলাচিপা পৌরসভার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা, পায়রা ও বেলুন উড়িয়ে  শুভ উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি পটুয়াখালী - ৩ আসনের এমপি এস এম শাহজাদা। তিনি তার বক্তব্যে বলেন খেলা একমাত্র আমাদের সুস্থ বিনোদন। খেলাধুলার মাধ্যমে আমাদের শারীর সুস্থ থাকে। খেলাধুলা মাদক, সন্ত্রাস ও ডিজিটাল আসক্তি থেকে আমাদেরকে দূরে রাখে। গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা চেয়ারম্যান মু. শাহিন, জেলা পরিষদের সদস্য মাইনুল ইসলাম রনো,  উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফারুকুজ্জামান সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডাঃ মোঃ হাফিজ উল্লাহ্ ও সাংগঠনিক সম্পাদক মোঃ নেছার উদ্দিন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024