শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, শিক্ষার প্রতি তরুণ সমাজকে অনুপ্রাণিত করতে বেসরকারীভাবে বৃত্তি প্রদানের উদ্যোগ প্রসংশনীয়। চট্টগ্রামের চন্দনাইশ পশ্চিম এলাহাবাদ ঐতিহ্যগতভাবে শিক্ষা-সংস্কৃতিতে এগিয়ে যাওয়া জনপদ। এ এলাকায় উপমহাদেশের বিখ্যাত সুফিসাধক, শিল্পপতি, শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক, প্রকৌশলীসহ বিভন্ন পেশার মানুষ বসবাস করছে। পশ্চিম এলাহাবাদ ফাউন্ডেশনের ব্যানারে একঝাঁক যুবকের প্রচেষ্টায় গড়ে উঠা ফাউন্ডেশনের উদ্যোগে ইতোমধ্যে এলাকার গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  শিক্ষা উপকরণ, বই বিতরণ, খতনা, রক্তদান, বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়। মেধা যাচাই প্রতিযোগিতা পরীক্ষার মাধ্যমে ১১১ জন শিক্ষার্থীর মধ্য থেকে ২০ জনকে মেধাবৃত্তি পুরস্কার দেয়া হয়। প্রতিজন শিক্ষার্থীকে এককালীন ৪ হাজার থেকে সর্ব নিম্ন ১ হাজার ৫’শ টাকা বৃত্তি প্রদান করা হয়। এলাকার ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ হতে ৭ম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। তিনি বলেন, বর্তমানে মানুষ বেড়েছে সম্পদ কমেছে তবে আয়ের সাথে ব্যয়ও বেড়েছে। এ পর্যায়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে হলে প্রয়োজন সাংগঠনিক উদ্যোগ। গত ২১ জুন (শুক্রবার) রাতে পশ্চিম এলাহাবাদ ফাউন্ডেশনের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান পশ্চিম এলাহাবাদ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. আবু বক্করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি। উদ্বোধক ছিলেন এড. রফিক আহমদ, প্রধান আলোচক ছিলেন দক্ষিণ জেলা আ’লীগ নেতা লায়ন নজরুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন মেধা বৃত্তি পরীক্ষার আহবায়ক শিক্ষাবিদ ও সাংবাদিক অধ্যক্ষ আবু তালেব বেলাল, ফাউন্ডেশনের সদস্য সচিব মাও. মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, ফাউন্ডেশনের উপদেষ্টা এড. আবু ছালেক, অধ্যাপক রেজাউল করিম, মো. শাহজাহান, আলী আজগর, সাবের আহমদ, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. ওলিউল্লাহ, নুরুল আলম, মাও. আজিজুর রহমান, ইফতেখার রুবেল, অভিভাবক মাকসুদুল ইসলাম, ইকবাল হোসেন, এমদাদুল হক নুরী, মওলানা ইউছুফ, মাওলানা আবদুল কাদের, মোহাম্মদ আবু ছালেহসহ উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং অভিভাবকগণ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024