|
Date: 2024-06-22 15:27:25 |
বগুড়ার আদমদীঘিতে টিভির বিদ্যুৎসংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে জীবন চন্দ্র পাল (৫০) নামের এক হোমিও চিকিৎসকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২১ জুন) রাতে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির তারতা পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জীবন চন্দ্র পাল ওই গ্রামের গোপেনচন্দ্র পালের ছেলে। চাঁপাপুর বাজারে তার একটি হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্র রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে জীবন চন্দ্র পাল নিজ বাড়িতে ঘরে থাকা টিভিতে বিদ্যুৎসংযোগ দেয়ার জন্য বৈদ্যুতিক তার মেরামত করছিলেন। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতায়িত হয়ে গুরুত্বর অসুস্থ্য হন তিনি। স্বজনরা তাকে উদ্ধার করে পাশের দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হলে রাত ১২টার চিকিৎসাধীন অবস্থায় হোমিও চিকিৎসক জীবন চন্দ্র পাল মারা যায়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
© Deshchitro 2024