বরগুনার তালতলীতে বেপরোয়া গতির অটোরিকশার চাপায় নূরু জোমাদ্দার (৪৮) নামের এক যুবক নিহত হয়েছে।
রবিবার(২৩ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার  এলাকায় এ ঘটনা ঘটে।উপজেলার ছোটভাইজোড়া এলাকার মৃত্যু সুলতান জোমাদ্দারের ছেলে নূরু জোমাদ্দার। 
জানা গেছে, উপজেলার বড়বগী ইউনিয়নের ছোট ভাইজোড়া এলাকার নিজ বাড়ি থেকে তালতলী বাজারে যাচ্ছিলেন। মালিপাড়া নামক এলাকায় গেলে পেছেন থেকে বেপরোয়া গতির অটোরিকশা এসে চাপা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলী হাসপাতালে নিয়ে যায়। তালতলী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন। এদিকে ঘটনার সাথে সাথেই অটোরিকশা ফেলে ড্রাইভার পালিয়ে যায়। ড্রাইভারকে কেউ শনাক্ত করতে পারেনি।
তালতলী থানার ভারপ্তাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম খান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অটোরিকশাটি জব্দ করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্তে পাঠানো হয়নি ও লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েচে। এ ঘটনায় থানায় অমৃত্যু মামলা হয়েছে। তিরি আরও বলেন,আমরা বেপরোয়া অটোরিকশা চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024