|
Date: 2024-06-23 13:45:17 |
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক ড. বিমল কুমার প্রামাণিক।রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। আলী আকবর ডেইল ইউনিয়নের ঘাটকুল পাড়ায় ভার্মি কম্পোস্ট হাউজ পরিদর্শন করে যেখানে কৃষি বিভাগের সহায়তায় ১০ জন কৃষকের একটি গ্রুপ কেঁচোর মাধ্যমে জৈব সার উৎপাদন করেন তাদের সাথে কথা বলেন। এই সার জমিতে দিলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং মাটির স্বাস্থ্য ভালো থাকবে।
এছাড়া তিনি ফতেহ আলী সিকদার পাড়ায় পার্টনার পুষ্টি ফিল্ড স্কুল যেখানে ২৫ মহিলাকে হাতে কলমে পুষ্টি বিষয়ে শেখানো হয়,শান্তি বাজারে পার্টনার প্রকল্পের ড্রামে বীজ সংরক্ষণ পরিদর্শন এবং দক্ষিণ ধুরুং এর লাইটহাউজ পাড়ায় পুষ্টি বাগান পরিদর্শন করেন। তাদেরকে বিভিন্ন পরামর্শ দেন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে উপজেলা কৃষি কর্মকর্তাট কার্যালয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন, বৈঠকে তাদেরকে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
© Deshchitro 2024