|
Date: 2024-06-23 17:26:33 |
ভাবনার প্রতিফলন যদি সত্যিই হতো,
পূরণ হতো দিন রাত্রি স্বপ্নগুলো শত।
থাকতো না আর হতাশ হওয়া থাকতো না আর দুঃখ,
পার করতো সকল মানুষ সুখের পর সুখ।
রঙ্গিন প্রজাপতি উড়তো এসে মনের আঙ্গিনায়,
ফুটতো হাজার ফুল ছড়াতো সৌরভ স্বপ্নের বাগিচায়।
খাদ্যেরা খুঁজে হয়রান হতো পঁচে মরবার ভয়ে,
ভাবতো কেনো মানুষ আমায় সঙ্গে যায়না লয়ে?
ভাবতো সবাই ঘুরেফিরে দিন করি পার,
এত কষ্ট করে বেঁচে থেকো খাদ্য কি দরকার।
যা চাই তা পাই যেনো আর কি লাগে ভবে,
আসলেই কি সুখ হতো এরকম হলে তবে!
© Deshchitro 2024