দিনরাত কথা বলি আমি মায়ের সাথে মিষ্টি 

করে শত আলোচনা যখনো, 

তৃপ্তি আসেনা এত কথায় মনে হয় কতদিন 

কতকাল কথা হয়না তখনো। 


ইচ্ছে করে দিনের পর দিন কথা বলি 

মায়ের সাথে সব সময়, 

হয়ে উঠেনা ব্যস্ত শহরে বসবাস করি আমি 

কথা গুলো হয়না মধুময়। 


বাবার আদর মায়ের আদর সবি দেয় মা

আমাদের তিন ভাই বোনকে, 

মনে হচ্ছে হাজার সুখি মোরা ভাই বোন 

সুখিতো মা-রাখছে প্রতি জনকে। 


এর চেয়ে এত সুখ কে বিলাবে আমাদের 

কল্পনা করেও শেষ হয়না, 

মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হবো এটা প্রাণে

এক বিন্দুও মনে সয়না। 

 

মায়ের সাথে থাকতে চাইলেও হবেনা আর থাকা 

আমিতো সংসার করি অন্যের, 

যেমন আমাদের প্রতি মায়া আমার কলিজার মায়ের 

তেমনি মায়া আছে আমার সন্তানদের। 


বাস্তবতা বড়ই কঠিন বুঝা অনেক কঠিন ভবে

বুঝাবে কি আর মায়ের মন, 

সব কিছু যেনো মোর মায়ের ভালোবাসা সিক্ত 

মায়ের ভালোবাসা পরিপূর্ণ ধন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024