|
Date: 2024-06-25 12:53:59 |
চলতি মাসে ঈদুল আজহা বা কোরবানি ঈদ থাকায় প্রবাসী আয় বা রেমিট্যান্সে সুবাতাস বইছে। ঈদের সময়ে দেশে থাকা আত্মীয়-স্বজনের কাছে বছরের অন্য মাসের তুলনায় বেশি রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। এবারও এর ব্যতিক্রম হয়নি।
দেশে চলতি মাসের প্রথম ২৩ দিনে ২০৫ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৯১ লাখ ডলার রেমিট্যান্স। এর মধ্যে শুধু ২৩ জুন এসেছে ১৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত মাসে বাংলাদেশ ব্যাংক একলাফে ডলারের দাম ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণ করার পর বৈধ পথে প্রবাসী আয় আসা বেড়েছে। এতে মাসের প্রথম ২৩ দিনেই এসেছে ২০৫ কোটি ২০ লাখ ডলার।
এর আগে গত মে মাসে দেশে এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২২৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা গত ৪৬ মাসের মধ্যেও সর্বোচ্চ।
এ ছাড়া এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে দেশে যথাক্রমে রেমিট্যান্স এসেছিল ২০৪ কোটি ৩০ লাখ ৬০ হাজার, ১৯৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার, ২১৬ কোটি ৬০ লাখ ও ২১০ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার।
© Deshchitro 2024