|
Date: 2024-06-26 06:09:50 |
ভোলা জেলার ইতিহ্যবাহি বিদ্যাপীঠ নাজিউর রহমান কলেজ। সাবেক স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব নাজিউর রহমান মন্জুর প্রতিষ্ঠিত কলেজ নাজিউর রহমান কলেজ। কলেজটি ভোলা জেলা শিক্ষাখাতে ব্যাপক সারা দিয়ে আসছেন।
কলেজের সাবেক অধ্যক্ষ জনাব মাকসুদুর রহমান এর অবসরের পর কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে এ যাবৎ দায়িত্ব পালন করে এসেছেন কলেজের সহকারি অধ্যক্ষ পীযুস কান্তি হালদার৷ বর্তমানে কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেন জনাব মোঃ মহিউদ্দিন।
তার নেতৃত্ব নাজিউর রহমান কলেজের প্রত্যকটি শিক্ষার্থির এগিয়ে যাবে আগামীর সাফল্যর দিকে এই প্রত্যাশা সকল শিক্ষার্থীর।
© Deshchitro 2024