|
Date: 2024-06-26 14:19:10 |
শ্যামনগরে গল্প লেখার উপর দক্ষতা উন্নয়ন কর্মশালা
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বেসরকারী সংগঠন লিডার্সের আয়োজনে মঙ্গল ও বুধবার(২৫ ও ২৬ জুন) দুই দিন ব্যাপী গল্প লেখার উপর দক্ষতা উন্নয়ন কর্মশালার আয়োজন করা হয়।
বুধবার সমাপনী অনুষ্ঠানে লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার পথিক কুমার মন্ডল, ইউনিয়ন সমাজকর্মী সুরঞ্জন শেখর মন্ডল, কর্মশালার ফ্যাসিলিটেটর রনজিৎ বর্মন। লিডার্স কর্মকর্তা সুপর্ণা মিত্রের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিলন মন্ডল, মাধবী রানী সহ অংশ গ্রহণকারীবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন এলাকার কুড়ি জন অংশ গ্রহণকারীদের মধ্যে অতিথিবৃন্দ সনদপত্র বিতরণ করেন।
দুই দিন ব্যাপী কর্মশালায় কমিউনিটি জার্নালিজম, জীবনের গল্প লেখার কৌশল, প্রতিবেদন লেখার কৌশল, সৃজনশীল লেখা তৈরীর কৌশল, ছবি ও ভিডিও করার কৌশল, রিল ও টিকটক করার কৌশল, সুন্দরবন সুরক্ষা, ফিল্ড ভিজিট সহ অন্যান্য বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
ছবি- শ্যামনগরে লিডার্স আয়োজিত গল্প লেখার উপর দক্ষতা উন্নয়ন কর্মশালা শেষে সনদপত্র বিতরণ করছেন অতিথিবৃন্দ।
© Deshchitro 2024