সারা দেশে নো হেলমেট, নো ফুয়েল বাস্তবায়নের সিদ্ধান্ত কার্যকরে লালমনিরহাটের পাটগ্রামে দিনব্যাপী নানা সচেতনতামূলক কাজ করছে ট্রাফিক পুলিশ। 

সড়ক দুর্ঘটনায় জীবনহানী ও ক্ষয়ক্ষতি রোধে সচেতনতা বৃদ্ধিতে পাটগ্রাম ট্রাফিক জোন স্থানীয় জনসাধারণের মধ্যে হেলমেট ছাড়া মোরটসাইকেল না চালাতে, মোটরসাইকেলে তিনজন আরোহী না উঠতে ও অধিক গতিতে মোটরসাইকেল না চালাতে চালক ও অভিভাবকদের নিয়ে একাধিক সচেতনতামূলক সভা করছে।

বুধবার (২৬ জুন) দুপুরে উপজেলার সরকারি জসমুদ্দিন কাজি আব্দুল গণি কলেজ মোড়ে সচেতনতামূলক এ সভার আয়োজন করা হয়।

পাটগ্রাম ট্রাফিক জোনের উদ্যোগে সভায় বক্তব্য দেন পাটগ্রামের টিআই শেখ মোঃ আবু মুসা (শহর ও যানবাহন), সার্জেন্ট সোহাগ চৌধুরী, টিএসআই শাহজাহান আলী, এটিএসআই আফজাল হোসেন। এ সময় ট্রাফিক কনস্টেবল হৃদয় কুমার, নুর মোহাম্মদ আলীসহ স্থানীয় মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চালক এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

এছাড়াও দিনব্যাপী ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে উপজেলার তিনটি পেট্রোল পাম্পে ‘নো হেলমেট, নো ফুয়েল’ ফেস্টুন প্রদর্শন এবং পাম্প মালিক ও কর্মচারীদেরকে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদেরকে জ্বালানি তেল না দেওয়ার জন্য অনুরোধ জানায় পাটগ্রাম ট্রাফিক জোন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024