জয়পুরহাটে গ্রাম আদালতের মাধ্যমে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরষ্কৃত হলেন ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর। ২৭ জুন (বৃহস্পতিবার) আইনশৃংখলা মিটিংয়ে তাকে এ পুরষ্কৃত করা হয়।


জানাগেছে, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো : আবু রাশেদ আলমগীর এবছরের ফেব্রুয়ারী-এপ্রিল পর্যন্ত জেলার ৩২টি ইউনিয়নেট মধ্যে সর্বোচ্চ ১৬ টি মামলা নিষ্পত্তি করায় উপজেলা প্রশাসনের উদ্যোগে (২৭ জুন) আইনশৃঙ্খলা মিটিংয়ে তাকে পুরস্কৃত করেন উপজেলা নির্বাহি অফিসার মো: আফতাবুজ্জামান-আল- ইমরান।


সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ দুলাল মিয়া, সরদার, সহকারি কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা, অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিক কর্মীবৃন্দ, উপজেলার এনজিও প্রতিনিধি এবং গ্রাম আদালতের সমন্বয়কারী আনন্দ চন্দ্র শীল প্রমূখ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024