|
Date: 2024-06-27 11:42:43 |
শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন ২০২৪ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইস্কান্দার হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, শফিউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারোয়ার আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আয়শা সিদ্দিকা রুপালী, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, নকশী বিজিবি কমান্ডার ও পল্লী বিদ্যুতের উপজেলা কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগণ।
সভায় মাদকসেবী ও বিক্রেতাদের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান, অবৈধ বালু উত্তোলন বন্ধসহ আইন-শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ঝিনাইগাতী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে বলে উপস্থিত সদস্যরা মতামত ব্যক্ত করেন। একইদিনে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা, উপজেলা নারী ও শিশু পাচাররোধ/নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়।
© Deshchitro 2024