নীলফামারীর ডোমারে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম ও আলেম ওলামাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭শে জুন) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক চর্চা কেন্দ্র মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।

ইসলামিক ফাউন্ডেশনের ডোমার উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ ইদ্রিশ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসীন আলী। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা সহ ইমাম ও স্থানীয় আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন।

সভায় সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও বাল্যবিবাহের কুফল সম্পর্কিত আলোচনা সহ এসব প্রতিরোধে ধর্মীয় শিক্ষায় গুরুত্ব আরোপ এবং ইমাম ও আলেম ওলামাদের ভূমিকা শীর্ষক বিষদ আলোচনা করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024