ধূমপান ও তামাকতাজ দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের নিমিত্তে শেরপুরের ঝিনাইগাতীতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল-এর সভাপতিত্বে কর্মশালায় তামাক ও তামাকজাত পণ্যের ব্যবহার কমানোর জন্য আইনগত পদক্ষেপ, আইনের প্রয়োগ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ও বিধিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।


প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইস্কান্দার হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়সহ ইউপি চেয়ারম্যান, সাংবাদিকসহ অন্যান্য কর্মকর্তাগণ। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024