|
Date: 2024-06-27 13:11:39 |
উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির শেরপুরের ঝিনাইগাতীতে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়। ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এ সময় তিনি তামাকের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরেন। ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা সঞ্চালনায় ত্রৈ-মাসিক সভায় বক্তব্য দেন, স্যানেটারি ইন্সপেক্টর আব্দুল মান্নানসহ কমিটির অন্যান্য সদস্যগণ। এ সময় বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রণ করতে হলে সবার আগে পরিবার থেকে সচেতনতা বাড়াতে হবে।
© Deshchitro 2024