|
Date: 2024-06-27 15:19:19 |
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন ২০২৪ বৃহস্পতিবার নালিতাবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রকল্প অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার মো. আমির হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রশিদা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ারুল কবীর, ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা মওদুদ আহমেদ, বারমারী মিশনের পাল পুরোহিত ফা. তরুণ বনোয়ারী, সীডস কর্মসূচির প্রোগ্রাম ম্যানাজার দুলেন আরেং, পিও (ইআই) মো. ওসমান গণি, সুচিত্রা চিছাম, কেয়া নকরেক, প্রেসক্লাবের সভাপতি মান্নান সোহেল, এরিয়া কোওর্ডিনেটর (টিআইবি) নাজমুল হক, খন্দকার আলিম (সবুজ বাংলা), উপজেলা সমন্বয়কারী প্রমা প্রিসিলা ম্রং ও সীডস স্টাফ বৃন্দ। অবহিতকরণ সভায় জানানো হয় কারিতাসের মর্যাদাপুর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) প্রকল্প আগামী ৫ বছরের জন্য (২০২৪-২০২৮) স্ট্রমী ফাউন্ডেশনের সহায়তায় বিভিন্ন কার্যক্রম যেমন: পরিবার পর্যায়ে পরিবার উন্নয়ন পরিকল্পনা, আ্ত্বনির্ভরশীল দল গঠন, সামাজিক সংগঠন গঠন, কৃষি ও প্রানীসম্পদ কাজে সহায়তা, ইউনিয়ন পরিষদে যোগাযোগ, বেকার যুবক-যুবতীদের কারিগরি প্রশিক্ষণ প্রদানে সহায়তা, প্রান্তিক পর্যায়ে আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষা দানের মাধ্যমে স্কুলমূখি কার্যক্রম, সরকারী প্রা: বিদ্যালয়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন কার্যক্রম, কিশোর-কিশোরীদের জীবন গঠনের জন্যে সংলাপ সেন্টারের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম তথা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান প্রভৃতি কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন। অবহিতকণ সভায় বিভিন্ন শ্রেণীপেশার প্রায় ২৫ জন উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024