|
Date: 2024-06-28 03:41:04 |
কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ঊপকূলীয় অঞ্চলে 'আসুন মানবতার প্রেমে নিজেকে বিলিয়ে দিই' স্লোগানকে কেন্দ্র করে কিছু তরুণ ছাত্রদের উদ্যোগে ২০১৮ সালে গড়ে ওঠে সমাজ উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন 'হাসি মুখ ফাউন্ডেশন'।
হাসি মুখ ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা এলাকার আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন সাধনের জন্য স্থায়ীত্বশীল উন্নয়নের মাধ্যমে, আত্মনির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠন করার লক্ষে কাজ করছে। বিশেষ করে মাদক প্রতিরোধ, পিছিয়ে পড়া সমাজের অনগ্রসর নারী-পুরুষের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তনে সরকারি-বেসরকারি সংস্থার সাথে সমন্বিত প্রচেষ্টায় উন্নয়ন কর্মসূচি বা প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন কল্পে কাজ করছে। এটি সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক উন্নয়নমুলক, সাংস্কৃতিক ও স্বেচ্ছায় মানব সেবার সংগঠন। এই সংগঠন প্রতিবন্ধী ব্যক্তি, কৃষক, দিনমজুর, প্রবাসী, স্কুল/কলেজের ছাত্র, তথা সর্ব শ্রেণীর লোক নিয়ে গঠিত হয়েছে এবং সর্ব শ্রেণীর মানুষের জীবনমান উন্নয়নের জন্য কার্যক্রম পরিচালনা করে এসেছে।
প্রতি ১ বছর অন্তর উক্ত সংগঠনের পরিচালনার জন্য নির্বাহী কমিটি গঠন করা হয়। তার ধারাবাহিকতায় ২৭ জুন, ২০২৪ ইং প্রধান নির্বাচন কমিশনার ও উপদেষ্টা জিয়াউল হক জিয়া স্বাক্ষরিত সংগঠনের প্যাডে ২০২৪-২০২৫ ইং কার্য-বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
অত্র কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাহেদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রিদুয়ান।
প্রধান নির্বাচন কমিশনার জিয়াউল হক জিয়া জানান, সুষ্ঠু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি সদ্য নির্বাচিত সকলের প্রতি শুভ কামনা করে সংগঠনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
সভাপতি জাহেদ ও সাধারণ সম্পাদক রিদুয়ান উভয়ে সংগঠনকে নিয়ে সুদূরপ্রসারী নানা পরিকল্পনার কথা জানান। উভয়ে সংগঠনের উপদেষ্টাগণ, সদস্যবৃন্দ ও শুভাকাঙ্ক্ষী গণের সার্বিক সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন।
© Deshchitro 2024