|
Date: 2024-06-28 10:14:47 |
আব্দুল মোমিন শেরপুর বগুড়া
বগুড়ার শেরপুর উপজেলার শেরপুর থানা চাউল কল মালিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আকরাম হোসাইন ২৭ জুন বৃহস্পতিবার বিকেলে অত্র নির্বাচন পরিচালনা কমিটি থেকে পদত্যাগ করেছেন।
জানা যায়, আগামী ১৩ জুলাই শেরপুর থানা চাউল কল মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে সাপ্তাহিক বিজয় বাংলা পত্রিকার সম্পাদক ও শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসাইনকে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পদে মনোনিত হয়েছেন। নির্বাচনকে ঘিরে শেরপুর থানা চাউল কল মালিক সমিতির কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির বেশ কয়েকটি মিটিং হয়। সেই মিটিংএ অংশগ্রহণ করেন। সেখানে অসাংবিধানিক সিদ্ধান্ত বাস্তবায়ন ও অসম্মানজনক আচরণ ও কথাবার্তা বলায় তিনি নির্বাচন পরিচালনা কমিটি থেকে পদত্যাগ পত্র বিকেলে অফিস সহকারীর কাছে পৌছে দেন।
এ বিষয়ে সাপ্তাহিক বিজয় বাংলা পত্রিকার সম্পাদক, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আকরাম হোসাইনের সঙ্গে যোগাযোগ করলে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
© Deshchitro 2024