|
Date: 2024-06-28 14:58:52 |
কক্সবাজার শহরের লাইট হাউজ পাড়ায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধুর নাম জয়নাব কাশেম জেসি।
শুক্রবার( ২৮ জুন) সকাল সাড়ে এগারোটার দিকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জেসি স্থানীয় মেহেদী হাসানের দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় তার স্বামী মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
স্থানীয়দের সূত্রে জানা যায়, নিহত গৃহবধূ মেহেদী হাসানের দ্বিতীয় স্ত্রী। তার দুই স্ত্রী লাইট হাউজ পাড়ার ওই বাড়িতেই থাকেন। তবে তার আত্মহত্যার বিষয়টি এখনো বিস্তারিত জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
© Deshchitro 2024