|
Date: 2024-06-29 04:49:39 |
সাহিত্যের মাঝে মানুষ খুঁজে পায় এক অন্য রকম সুখ। আমরা বাঙালি প্রত্যকটা পদে আমাদের প্রয়োজন হয় বাংলা ভাষার। বাংলা সাহিত্য মানুষের মন কে পরিশুদ্ধ করে। আমরা যে যে বিভাগের হইনা কেনো প্রত্যকটি মানুষের সাহিত্যর সাথে কিছুনা কিছু সম্পর্ক আছে। এই ডিজিটাল যুগে যেখানে ফোনের স্ক্রীন মানুষের প্রিয়। এর মাঝেও এখনো প্রচুর মানুষ আছেন যারা সাহিত্য চর্চা করেন প্রতিদিন। নতুন নতুন বই পড়েন।
উপন্যাস,গল্প,কবিতা,সবকিছুর মাঝে মানুষ নতুন এক সুখ খুঁজে পায়। বই পড়ার অভ্যাসটা যে অর্জন করতে পাড়ে তার হাজার চিন্তা চেতনা থাকলেও কিছু সময়ের জন্য হলেও তার মনের পরিধিটা বাড়ে। আমি কিছুদিন আগে একটা আর্টিকেলে একটা কথা লিখেছিলাম। আপনার একাকীত্বকে দুর করতে বই পড়ার বিকল্প কিছুই নেই। আপনি যখন একটা উপন্যাসের চরিত্রের মধ্য প্রবেশ করবেন। তখন আপনার একা লাগবেনা মনে হবে উপন্যাসের চরিত্র গুলো আপনার আশেপাশে আছে।
আমাদের প্রত্যেকের উচিৎ দৈনন্দিন কাজের মতো বই পড়াটাকে একটা অভ্যাসে পরিনত করা। পৃথিবীতে এখন কোটি কোটি মানুষ আছে যাদের কাছে ফোনের নীল স্ক্রীণ থেকে বইয়ের পাতাই বেশি প্রিয়।
একমাত্র সাহিত্যর পাতাই আপনার একাকীত্ব দুর করতে পারে। আপনার মনকে পরিশুদ্ধ করতে পারে। দৈনিক অন্তত ৫-১০ পৃষ্ঠা বই পড়তে আহামরি কোনো সময় যাবেনা৷ এতে করে আপনার দিন ভালো কাটবে চিন্তা চেতনার পরিবর্তন হবে।
একাকীত্ব দুর করতে সাহিত্যর বিকল্প কিছু নেই। আপনার
© Deshchitro 2024