উখিয়া উপজেলার জনবহুল বানিজ্যিক ষ্টেশন কোটবাজার চৌধুরী মার্কেটের সুনামধন্য খাবারের হেটেল আল নুর রেস্টুরেন্টে এন্ড বিরানী হাউস এখন পেট্রোল পাম্পের পার্শে তোফাইল ফাতেমা শপিং কম্পপ্লেক্সের নিচ তলায়। গত ২৮ জুন শুক্রবার বাদে জুম'আ এই জনপ্রিয় হোটেলের ঝাঁক জমকপুর্ন শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ খোরশেদ আলম বাবুল, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাবেক সভাপতি আলহাজ্ব আবু ছিদ্দিক, দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের পরিচালনা কমিটির সকল সদস্য সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন । আল নুর রেস্টুরেন্টে এন্ড বিরানী হাউসের স্বত্বাধিকারী মোঃ আলাউদ্দিন বলেন, আমাদের এই রেস্টুরেন্টে নিরিবিলি পরিবেশ স্বাস্থ্য সম্মত উন্নতমানের হরেকরকম টাটকা ভেজালমুক্ত খা্বার ও উন্নত গ্রাহক সেবার প্রতিশ্রুতি আমরাই দিচ্ছি। এছাড়াও রয়েছে অভিজ্ঞতা সম্পন্ন বাবুর্চি এবং জনবল।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024