|
Date: 2024-06-29 09:54:10 |
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার হরিশখালী ( ৯নং সোরা গ্রাম ) গ্রামে এক যুবকের গলায় রশি দেওয়া মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৯ শেষ জুন শনিবার সকাল সাড়ে ছয়টায় ঘেরের বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবক আবু হাসান মালী (২৯) হরিশখালী গ্রামের মুনসুর আলী মালীর ছোট ছেলে এবং সাতক্ষীরা থেকে প্রকাশিত সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার গাবুরা প্রতিনিধি ও সাতক্ষীরা’র উপকূলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল হুদা মালীর ছোট ভাই।
এলাকাবাসী জানায়, শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে পাশের ঘের মালিক দাউদ গাজীর ছেলে আব্দুল জলিল প্রথমে হাসানের লাশ দেখে তার বাড়িতে খবর দেয়। খবর পেয়ে তার ভাই হুদা মালীসহ এলাকাবাসী ছুটে যেয়ে হাসান মালীকে রশিতে ঝুলছে দেখেন। আল হুদা মালী জানান, প্রতিদিনের মত তার ভাই ২৮ জুন রাতে মাছের ঘেরে যান। শনিবার সকালে তিনি সংবাদ পান তার ভাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ঘটনাটি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
© Deshchitro 2024