শ্যামনগরে চিংড়ি ঘেরের বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার 

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গাবুরা ইউনিয়নের এক চিংড়ি ঘেরের বাসা থেকে আবুল হাসান(৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ। 

শনিবার (২৯ জুন) সকালে উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামে একটি মাছের ঘেরের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আবুল হাসান গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের মুনসুর আলী মালির পুত্র।

শ্যামনগর থানা পুলিশ ও তার আত্নীয়রা জানান শুক্রবার মধ্য রাতে  সোরা গ্রামে নিজস্ব চিংড়ি ঘেরের বাসায় যান ঘের পাহারা দিতে। শনিবার সকালে তার গলায় লাইলোনের দড়ি পেঁচানো  অবন্থায় ঝুলতে দেখা যায়।  এ সময় দেখা যায় এক পা মাটিতে ও এক পা খাটের উপর রাখা আছে। 

এ ব্যাপারে তার ভাই হুদা মালি জানান রাত ১২টার পর ভাই আবুল হাসান বাড়ি থেকে ঘেরের বাসায় যান। সকালে সে এবং তার চাচা আটল ঝাড়তে গেলে তার চাচা মৃত দেখতে পায়।

মৃতের ভগ্নিপতি মিজানুর রহমান বলেন যে ভাবে মরদাহ উদ্ধার হয়েছে  এটাতে আত্নহত্যা না হয়ে রহস্যজনক মৃত বলে মনে করা হচ্ছে। 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ বিষয়ে বলেন লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। একটা অপমৃত্যু মামলা হয়েছে। রিপোর্ট আসলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024