শ্যামনগর গাবুরায় ব্রতীর ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি  ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গাবুরা ইউনিয়‌নে ‘নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি’ (নাবিক) এর সহযোগিতায় ব্রতী সমাজ কল‌্যাণ সংস্থার আয়োজনে ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প অনুষ্ঠিত হয় ।

 শনিবার (২৯শে জুন) সকাল ১১টা থে‌কে  দিনব্যাপী এক‌টি ফ্রি মেডিকেল ক্যাম্পটি অনু‌ষ্ঠিত হ‌য়   গাবুরার পূর্ব চাঁদনীমুখা স্বতন্ত্র  ইব‌তেদায়ী মাদ্রাসায় প্রাঙ্গনে। ‌ ক‌্যা‌ম্পে ৮২ জন বিভিন্ন বয়সের জটিল ও কঠিন রোগীর ব‌্যাবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয় ।

 চিকিৎসা সেবা ক্যাম্পে চিকিৎসা সেবা দেন এমবিবিএস,বি‌সিএস স্বাস্থ‌্য  ডা. ফা‌তিমা স‌ু‌মি।  সহযোগিতায় ছিলেন  ব্রতীর স্বাস্থ‌্যসহকারী সা‌মিয়া র‌শিদ।  এ সময় উপস্থিত ছিলেন প্রক‌ল্পের এরিয়া ম‌্যা‌নেজার সাইফুর রহমান, ফিল্ড সুপারভাইজার ম‌নিরুল ইসলাম সহ ব্রতীর সেচ্ছা‌সেবকবৃন্দ।

জানা যায়, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ‘মহিউদ্দিন নুর রাসিদা সেন্টার’ নামে ব্রতীর ৩ বছ‌র মেয়া‌দের ভাসমান স্বাস্থ্যসেবা কেন্দ্রটি পরিচালিত হচ্ছে ২০২৩ থে‌কে এবং এটি চলবে ২০২৫ সা‌লের ডি‌সেম্বর পর্যন্ত। গাবুরার চকবারা, ডুমু‌রিয়া, ৯নং সোরা, খোল‌পেটুয়া,চৌদ্দর‌শি, চাঁদনীমুখা,পা‌র্শ্বেমারীসহ বি‌ভিন্ন এলাকায় প্রতিমা‌সে ৬ থে‌কে ৮ টি ক‌রে ফ্রি মে‌ডি‌কেল ক‌্যাম্প  অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্প ছাড়াও  ব্রতি ক‌মিউনি‌টির প্রাথ‌মিক চি‌কিৎসা প্রশিক্ষণ, ধাত্রী প্রশিক্ষণসহ প্রত্যন্ত এলাকায় রোগীর শারিরীক পরীক্ষার ব্যবস্থা করে থাকেন।  

  স্বাস্থ‌্যসেবা ছাড়াও সংগঠনটি গাবুরার দুস্থ‌্য শিশু পুনর্বাসন, সুপেয় পানি, জীবন জিবীকা পুনরুদ্ধার, সামা‌জিক পরিবেশ ও মানবাধিকার নিয়ে কাজ করেন।  

ছবি- শ্যামনগরে ব্রতির বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প।  
 



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024