চট্রগ্রাম -কক্সবাজার মহাসড়কে ঈদগাঁওতে স্বাধীন ট্রাভেলস এবং হানিফ পরিবহন মুখোমুখি সংঘর্ষ হয়েছে ।

রবিবার (৩০শে জুন) সকাল সাড়ে ১০ টার দিকে ঈদগাঁও উপজেলার মেহেরঘোনা নামক স্থানে এই সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান হানিফ পরিবহনটি কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল এবং স্বাধীন ট্রাভেলস বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল।

বাস দুটি মেহেরঘোনা এলাকায় পৌঁছালে একে অপরকে ক্রস করলে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

হানিফ পরিবহনে থাকা জসিম জানান, তিনি ঈদগাঁও থেকে কক্সবাজার যাওয়ার জন্য হানিফ বাসে উঠেছিলেন পথিমধ্যে মেহেরঘোনা ক্রস করার সময় হানিফ পরিবহন স্বাধীন ট্রাভেলস কে পাশ কাটিয়ে যেতে চাইলে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বাস দুটির সংঘর্ষে কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনাস্থলে ঈদগাঁও থানা পুলিশ এবং তুলাতুলি হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে গাড়ি দুটি তাদের হেফাজতে নিয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024