|
Date: 2024-06-30 10:21:46 |
শহর যানজটমুক্ত-পরিচ্ছন্ন রাখতে অভিযান
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকার বিভিন্ন সড়ক ও ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা এবং দোকান উচ্ছেদ করা হয়েছে।
শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসিন মিয়া মধুর সার্বিক তত্ত্বাবধানে রবিবার (৩০ জুন) দুপুরে শহরের স্টেশন রোড, কলেজ রোড, ভানুগাছ রোডসহ বিভিন্ন পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। একইসাথে শহরের বিভিন্ন সড়কে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।
এসময় সড়ক ও ফুটপাতের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা, ফুটপাতে রাখা বিভিন্ন দোকানের মালামালসহ শতাধিক অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করে করে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, শহরকে যানজটমুক্ত রাখতে এবং শহরের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। পৌর শহরকে যানজটমুক্ত ও পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
© Deshchitro 2024