|
Date: 2024-06-30 11:06:52 |
জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) ও জেলা আ. লীগের সহসভাপতি মোমিন আহমেদ চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (৩০ জুন) দুপুর ০১টা ০৭মিনিটে বগুড়া জেলার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি ঢাকা কেন্দ্রীয় ছাত্রসংগ্রাম পরিষদ ব্যানারে আন্দোলন সংগ্রামে বিশেষ ভূমিকা পালন করেছেন।
জীবদ্দশায় তিনি জয়পুরহাট জজ কোর্ট বার সমিতির একাধিকবার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জয়পুরহাট লাইব্রেরী এন্ড ক্লাবের একাধিক বার সভাপতি ও সাধারণ সম্পাদক, জয়পুরহাট রেডক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি ও সাধারন সম্পাদক ছিলেন এবং বিভিন্ন সামাজিক, ক্রিড়া সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন।
আজ এশার নামাজ শেষে জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহে তারঁ জানাজা অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন করা হবে।
© Deshchitro 2024