মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

৩০ জুন রবিবার নবজীবন সাতক্ষীরা এর সার্বিক ব্যবস্থাপনায় এবং নরয়েজিয়ান এজেন্সি ফর এক্সচেঞ্জ কো-অপরেশন (নরেক) এর আর্থিক সহযোগীতায় নবজীবন পলাশপোল, সাতক্ষীরা এর নিজস্ব কমিউনিটি সেন্টারে মিউচ্যুয়াল কোঅপারেশন ফর ডেভেলপিং এডুকেশনাল ইহ্নটিটিউশন শীর্ষক প্রকল্পের আওতায় এডুকেশন ডিপামের্ন্ট ও ষ্টেক হোল্ডারদের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সাতক্ষীরা সদর, নারায়ন চন্দ্র মন্ডল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা ও প্রশিক্ষণের সার্বিক উন্নয়নের লক্ষে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের শিক্ষাসহ সার্বিক উন্নয়নের ক্ষেত্রে প্রকল্পটি মাইল ফলক হিসাবে কাজ করবে এবং যে সকল প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করবেন তারা উন্নত প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি প্রশিক্ষণার্থীদের অত্যন্ত মনোযোগী হয়ে প্রশিক্ষণটি গস্খহণ করার জন্য বিশেষ ভাবে নির্দেশনা প্রদান করেন। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবজীবন এর নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান। আরো উপস্থিত ছিলেন, নবজীবন পলিটেশনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, নবজীবন ইন্সটিটিউট এর প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, কম্বোডিয়া থেকে আগত প্রকল্পের নিউ জেনারেশন স্কুল মেন্টর চুনলাই সাথ, নিউ জেনারেশন স্কুল ট্রেইনার সোচেত্রা ইয়ান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, বিভিন্নসংস্থার মালিক, জনপ্রতিনিধি ও ছাত্র-ছাত্রী বৃন্দ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবজীবন কার্যনির্বাহী কমিটির সভাপতি শামসুল আলম খান। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অছিউল আলম, প্রজেক্ট ম্যানেজার, নবজীবন। 



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024