সোনার বাংলা গড়ার প্রত্যয়:  জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জেলা পর্যায়ে জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার পেয়েছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জয়নাল আবেদীন। ২০২৩-২০২৪ অর্থবছরে অগ্রগতি অর্জনের ১০টি মূল্যায়ন সূচকের ওপর স্বীকৃতি হিসেবে অফিসার ক্যাটাগরিতে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জয়নাল আবেদীন এ পুরস্কার লাভ করেন।


আজ ৩০ জুন ২০২৪ রবিবার মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. উর্মি বিনতে সালাম-এর হাত থেকে পুরস্কার স্বরূপ সনদ পত্র ও ক্রেস্ট গ্রহণ করেন তিনি। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 


উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০১৭ সাল হতে সারাদেশে সরকারী দপ্তরসমূহে শুদ্ধাচার পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেন। এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জয়নাল আবেদীন কর্মক্ষেত্রে সৎ, নিষ্ঠাবান সরকারী কর্মকর্তা হিসেবে তাকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।


এছাড়াও তিনি ঝিনাইগাতী উপজেলায় এসিল্যান্ড থাকাকালীন সময়ে সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করায় বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024