|
Date: 2024-06-30 16:04:36 |
ছেলের জীবন বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবারও মৃত্যু। ঘটনাটি ঘটেছে, ৩০ জুন রোববার সন্ধ্যা ৭টায় কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের অর্জুন গ্রামে।
নিহতরা হলেন, আবু তাহের (৫০) ও তার ছেলে রাসেল মিয়া (১৬)। আবু তাহের পেশায় একজন দিনমজুর এবং তার ছেলে রাসেল মিয়া একাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৭ টার দিকে ছেলে রাসেল মিয়া ঘরের বৈদ্যুতিক বাল্ব নষ্ট হওয়ায় বাল্ব এবং বৈদ্যুতিক লাইন মেরামত কাজ করছিলেন। বৈদ্যুতিক লাইন মেরামতের সময় রাসেল মিয়া অসাবধানতাবশত মেইন সুইচ বন্ধ না করায় বিদ্যুৎস্পৃষ্ট হলে বাবা আবু তাহের তাকে বাঁচাতে গিয়ে তার গায়ে হাত দিলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় দু'জনেই ঘটনাস্থলেই মারা যান। পরে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে প্রতিবেশীরা এসে তাদের মরদেহ উদ্ধার করেন। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
© Deshchitro 2024