|
Date: 2022-11-04 08:45:19 |
লাখাইয়ে রাস্তা নির্মান কাজে জমি থেকে মাটিকাটা নিযে সংঘর্ষে ইসহাক মিয়া(৭ে০) নামে একজনের মৃত্যু। মৃত ইসহাক মিয়া উপজেলা বামৈ পূর্ব গ্রামের হাজী রহমান মিয়ার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায় বামৈ হইতে নোয়াগাঁও সড়কের পূনঃ নির্মান কাজে রাস্তার পাশের জমি থেকে মাটিকাটা নিয়ে শাহাআলম গোলাপ ও একই গ্রামের বর্তমান মেম্বার শের আলীর মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে উভয় পক্ষই দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষে ইসহাক মিয়া মারাযান বলে জানা যায়।শুক্রবার দুপুরের দিকে সংঘর্ষ সংগঠিত হয়।
© Deshchitro 2024