কক্সবাজারের কুতুবদিয়ায়  নৌকা উল্টে সাগরে  নিখোঁজ জেলে শাহজাহান (৩৩) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২দিন পর সোমবার সকাল ৭টার দিকে উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের আলী ফকির ডেইল এলাকার বাতিঘরের পশ্চিমে সাগর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত শাহজাহান  উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাটকুল পাড়া এলাকার মো. হোছাইনের পুত্র। 

বিষয়টি নিশ্চিত করেন কুতুবদিয়া থানার (ওসি) মো. গোলাম কবির বলেন, জেলে শাহজাহানের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 উল্লেখ্য,গত২৯ জুন শনিবার সাড়ে ১১টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কাহার পাড়ার পশ্চিমে সাগর তীরে মাছ ধরার নৌকা উল্টে গিয়ে উত্তাল ঢেউ এবং নিয়ন্ত্রণহীন স্রোতের টানে তলিয়ে যায় শাহজাহান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024