নিখোঁজ জেলে সাবরাং মুন্ডার ডেইল এলাকার মো. হাসান প্রকাশ বাইট্টার ছেলে মো. ফারুক। ০১ জুলাই ভোরে সাবরাংয়ের মুন্ডার ডেইল নৌঘাঁট থেকে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারে যায় একই এলাকার মো. রফিকের মালিকানাধীন জেলে নৌকা নিয়ে সাগরে মাছ শিকারে যায় পাঁচ মাঝি মাল্লা। 

দুপুরে মাছ শিকার শেষে ঘাটে ফিরে আসার সময় মুন্ডার ডেইল নৌঘাঁট সংলগ্ন সাগরে নৌকাটি ডুবে যায়। 

এসময় বাকি ৪ জেলে সাঁতরে কুলে পৌঁছলে ফারুক নিখোঁজ হয়ে যায়। 

এরিপোর্ট লিখা পর্যন্ত তার খোঁজ মেলেনি। 

মুন্ডার ডেইল নৌ ঘাটের সভাপতি আব্দুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকাল পর্যন্ত নিখোঁজ ফারুকের সন্ধান পাওয়া যায়নি।সাগরে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। তিনি আরো জানান, নিষেধাজ্ঞা অমান্য করে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগরে মাছ শিকারে গিয়ে এ ঘটনা ঘটে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024