৭১ এ ঝান্ডা উচিয়ে ডেকেছিল মুজিব জংলাকে

পরাধীনতার শিকল কেটে মুক্ত করবে বাংলাকে;

স্বাধীনদেশে চেয়েছিল মুজিব ছড়াবে আলোর দিশা

অনৈতিকতার সুসারে তাতে মেলেছে মাদকের শিশা!!


আজ পড়ছে ধরা গাদা গাদা সব মাদকের কারবারি 

কেবল লোকালয় নয়, বাকি নেই দেশের ভূস্বামীর ঘরবাড়ি;

৭১ এর আফিম-গাজায় ঘটেছিল যার সূচনা

আজ তের বছরের ছেলেটির মুখেও শুনি মাদকের মূর্ছনা!!


বাঙালী বলে দাবি করি মোরা, বাঙালি নামের নিচ 

এখন ভাত-কাঁঠালেও মাদক মেলে দেখেও বলিনা ইস;

আজ তরুণ গেছে, যুবক গেছে, গিয়েছে সদ্য শিশু

যাবেনা কেন? মাদকের সাথে জড়িত যে ওই গর্ভবতী নিশু!!



দূরন্ত শিশুর শৈশব কেটেছে ফুটবল- লাটিম খেলে,

এখন তারাই গ্রামপল্লির পরতে পরতে মাদক ধরেছে মেলে;

আজ শিক্ষক বলে মানুষ যাকে সমীহ করে চলে 

সে জাতি গঠনের নেপথ্যে হয়েও মাদকসেবীর দলে!!



এখনই সময় এসে গেছে যে দমাতে মাদকের সয়লাব

পরিবার আর শিক্ষাঙ্গনের সম্মিলিত ভাব এনে দিতে পারে জয়লাভ;

এই সাহসী জাতির রুগ্ন ছেলেদের বাঁচাতে হবে আগে, 

যেন তাদের মাঝে তিতুমীর আর শরিয়তুল্লাহরা জাগে!!


লেখক : আসিফ আহমেদ

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024