যশোরের অভয়নগরে নওয়াপাড়া ভৈরব সেতুর পূর্বপ্রান্ত হয়ে দেওয়াপাড়া শংকরপাশার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ  সড়কটির বেহাল দশার কারণে যান চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।  

আজ ০৩ নভেম্বর শুক্রবার সকালে একটি পন্যবাহী ট্রাক ঝুঁকিপূর্ণ স্থান অতিক্রম করবার সময় রাস্তা ধ্বসে খাদে পড়ার উপক্রম হয়।দীর্ঘ সময় ট্রাকটি বহু চেষ্টা করেও উপরে উঠতে পারছিলোনা অন্য সহযোগী যানবাহনের সহযোগিতায় উপরে উঠতে সক্ষম হয়। এলাকাবাসী জানান সড়কের বিভিন্ন স্থানের পাথর ও পিচ উঠে গিয়ে খানা-খন্দের কারণে যানবাহন চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। অনেক স্থানে মনে হচ্ছে এটি পাকা সড়ক নয়, কাঁচা সড়ক। তারপরও ওই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজনসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা চলাচল করতে বাধ্য হচ্ছে। বর্তমানে ভৈরব সেতু হওয়ার কারণে এই সড়ক দিয়ে খুব সহজেই অল্প সময়ে গোবরা হয়ে নড়াইলের লোহাগড়ার কালনায় মধুমতী সেতু দিয়ে ঢাকা পৌছে যাচ্ছে।রাতের অন্ধকারে ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা ও বিভিন্ন জানবাহন। সড়কটিতে বড় বড় গর্তের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পথচলা।  

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কের কিছু অংশে ইট থাকলেও একেবারেই যান চলাচলের  অনুপযোগী। স্থানীয়রা  জানান সড়কটির অবস্থা খুবই নাজুক। প্রতিনিয়ত যানবাহন চলাচলের সময় দূর্ভোগের শিকার হচ্ছে। বর্তমানে এপারে কয়লা বহনের জন্য  প্রতিদিনই বহু ট্রাক এই রাস্তা দিয়ে ভৈরব সেতুর উপর দিয়ে চলাচল করছে যার দরুন যানবাহন চলাচলের চাপও বেড়ে চলেছে।রাস্তটি দূর্ত সংস্কার না করলে যে কোন মূহুর্তে ঘটে যেতে পারে বড় ধরনের অঘটন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024