|
Date: 2024-07-01 17:39:21 |
জানি তুমি মরীচিকা
কোনো দিন পাবো না তোমায়_
তবু মন চায় শুধু তোমাকেই চায়।
তুমি আমার প্রতিবিম্ব - তুমি আমার আকাশ,
আকাশ যেমন করে চেনে পৃথিবীকে
নদী যেমন করে চেনে সাগরকে
আমিও তেমনি করে জানি তোমাকে।
আমি দুরন্ত বিরহী_
আমার সকল হৃদয় ভরি শুধু একটি দীর্ঘশ্বাস
আমার সকল সত্ত্বা জুড়ে এখন শুধু
তুমি -তুমি -তুমি -শুধু তুমি _
বাজে নিঃশ্বাসে প্রশ্বাসে তোমার নাম।
তুমি কি নেবে আমায় বুকে টেনে,
যেমন ভ্রমর নেয় অদৃশ্য ফুলের রেণু
বাগানে ফুলের গভীরে _
আমার তপ্ত নিঃশ্বাসের হিংস্র আকুলতায়
তুমি শুধু বুকে টেনে একবার বলো
আমি শুধু তোমারই হবো।।
লেখক : প্রণব মন্ডল, কবি এবং সাহিত্যিক।
© Deshchitro 2024