|
Date: 2024-07-02 08:01:04 |
মৌলভীবাজারে তারবিয়াতুল উম্মাহ মডেল মাদরাসার প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (৩ জুলাই) সকাল ১১টায় মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
মাদরাসার পরিচালক মাওলানা শাহ মিসবাহ এর সভাপতিত্বে ও মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাহদী হাসানের পরিচালনায় ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রত্যেক শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদেরকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া আরও কয়েকজন শিক্ষির্থীদের বিশেষভাবে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাশিদ শিল্পী মুশাররফ হুসাইন, মাদরাসার শিক্ষক মাওলানা শাহিদুল ইসলাম তালহা, মাওলানা ফাহিম আহমদ, মাস্টার জনাব রহমত ইসলাম আলফি প্রমুখ।
© Deshchitro 2024