|
Date: 2024-07-03 06:55:34 |
সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত 'প্রত্যয়' স্কিম প্রত্যাহার এবং আগের পেনশন স্কিম চালু, স্বতন্ত্র পে-স্কেল প্রবর্তন এবং শিক্ষকদের সুপার গ্রেডের দাবি কর্তৃপক্ষ মেনে নিলে ক্লাসে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া।
বুধবার (৩ জুলাই) ঢাবির কলা ভবনের সম্মুখ গেটে আয়োজিত অবস্থান কর্মসূচির তৃতীয় দিনে তিনি এ কথা বলেন। এদিন সকাল থেকেই তৃতীয় দিনের মতো সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরতি নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
এর আগে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেন ঢাবি শিক্ষকরা। ফলে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রত্যয় স্কিম প্রত্যাহার না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভুঁইয়া বলেন, আমরা প্রত্যয় স্কিম ঘোষণার পর থেকেই এর বিরোধিতা করে আসছি। আমাদের প্রতি চাপিয়ে দেওয়া এই স্কিমের বাতিল চাই। আমাদের ৩ দফা দাবি যদি সরকার মেনে নেয় তাহলে আগামীকাল থেকেই ক্লাসে ফিরব। আর দাবি মেনে না নেওয়া হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের বর্তমান আন্দোলন অযৌক্তিক- অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর এমন বক্তব্য ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার না করলে অর্থ মন্ত্রণালয় ঘেরাও করার মতো কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এছাড়া, প্রত্যয় স্কিম বাতিল না করলে শিগগিরই সব ক্যাম্পাসের প্রবেশপথে তালা দিয়ে ধর্মঘট কর্মসূচি দেবেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা।
প্রসঙ্গত, সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহার এবং পূর্বের পেনশন স্কিম চালু রাখার দাবিতে গত ২০ মে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। তার ধারাবাহিকতায় ২৬ মে বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ে একযোগে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এরপর ২৮ মে দুই ঘণ্টা এবং ২৫-২৭ জুন তিনদিন সারাদেশে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়। পরে গত ৩০ জুন পূর্ণ কর্মবিরতি পালন করা হয় এবং ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু হয়।
© Deshchitro 2024