মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরার পাটকেলঘাটার পল্লীতে বিদ্যুৎ স্পৃষ্টে আফজাল হোসেন (২৬) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুলাই) দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মারা যাওয়া আফজাল হোসেন সাতক্ষীরার পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের শেখ আয়ুব আলীর ছেলে। সে বান্দরবন জেলা সদরে সৈনিক পদে কর্মরত ছিল।


নিহতের পরিবারের বরাত দিয়ে সুরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই জানান, আফজাল হোসেন ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসে। আজই তার ছুটির শেষ দিন ছিল। বেলা ১টার দিকে সে নিজের ঘরে ফ্যান চালাতে যায়। ওই সময় অসাবধানত বসত সে বিদ্যুতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা(ওসি) বিপ্লব কুমার নাথ জানান, ঘটানাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024