|
Date: 2024-07-03 13:34:31 |
নোয়াখালী জেলা পুলিশ লাইন্সের আরআই, ইন্সপেক্টর (সশস্ত্র) মোঃ আব্দুল মান্নান এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (০২ জুলাই ) নোয়াখালী জেলা হতে সুদীর্ঘ কর্মজীবন শেষে চাকরি হতে অবসরগামী পুলিশ কর্মকর্তা, আরআই, ইন্সপেক্টর (সশস্ত্র) মোঃ আব্দুল মান্নান কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় সংবর্ধনা জানিয়েছেন নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান, বিপিএম, পিপিএম।
অবসরগামী বিদায়ী অতিথি অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে কর্মজীবন শেষ করায় তাঁর ভূয়সী প্রশংসা করেন এবং শারীরিক সুস্থতাসহ সুখী-সুন্দর অবসর জীবন কামনা করেন, নোয়াখালী জেলা পুলিশ সুপার এবং বক্তাদের বক্তব্যে অবসরগামী বিদায়ী অতিথির ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এসময় অবসর গ্রহণকারী পুলিশ কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান সহ আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে নিজ বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন পুলিশ সুপার।
কর্মজীবন শেষে আবেগে আপ্লুত ইন্সপেক্টর (সশস্ত্র) মোঃ আব্দুল মান্নান পুলিশ সুপার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্ ) মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মোর্তাহীন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান রাজিব পিপিএম-(বার) সহ বিভিন্ন ইন্সপেক্টরগণ ও বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ।
© Deshchitro 2024