টাঙ্গাইলের মির্জাপুরে সমাজ সেবা মূলক সংগঠন সম্পৃক্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে এক অসহায় মহিলার চোখের অপারেশনের জন্য নগদ অর্থপ্রদান ও চিকিৎসার জন্য সার্বিক সহযোগিতা করা হয়।


চোখের অপারেশনের জন্য গত ( ১ জুলাই) সোমবার ফাউন্ডেশনের সদস্যবৃন্দ তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। 


চোখের অপারেশন ও হাসপাতালের সকল কার্যক্রম শেষে আজ ( ৩ জুলাই) বোধবার দুপুরে তাকে হাসপাতাল থেকে ছুটি প্রদান করা হয়।


 এ সময় সেখানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অনিকুল ইসলাম, ফাউন্ডেশনের সদস্য  সিয়াম আহমেদ, আকাশ আহমেদ , সানভির সায়ান, রুহুল আমিন ও জিসান আহমেদ । ছুটি প্রদানের পর ফাউন্ডেশনের সদস্যবৃন্দ তাকে তার নিজ বাড়িতে পৌঁছিয়ে দিয়ে আসে। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024