ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাঝিকান্দা গ্রামের মতিয়ার কাজী নামে এক প্রবাসীর  ঝুলন্ত অবস্থায় গলায় ফাঁস দেওয়া মৃতদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।


বৃহস্পতিবার (৪ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে নিজ ঘরের আড়ার সাথে রশি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহত ব্যক্তি হলেন, হামিরদী ইউনিয়নের  মাঝি কান্দা গ্রামের মৃত ওদুদ কাজীর ছেলে মতিয়ার কাজী। তিনি একজন রেমিট্যান্স যোদ্ধা, সৌদি আরব প্রবাসী।


পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়,মতিয়ার কাজী সৌদি আরব প্রবাসী তিনি পরিবারের সাথে একসঙ্গে পবিত্র  ঈদুল আযহার কুরবানী ঈদ উপলক্ষে ছুটিতে দেশে আসে।এসে দেখে তার পুত্র মুন্নার বন্ধুবান্ধব সঙ্গে বাজে আড্ডা সহ অনেক রাতে বাড়ির  ফিরেন।এ বিষয় নিয়ে পিতা পুত্রের সঙ্গে রাতে  কথা কাটা হলে মুন্নার তার বাবা উপর একপর্যায়ে চড়াও হয়। সন্তানের আচরণ ও ব্যবহার দেখে সন্তানের প্রতি ঘৃণায়, মান-অভিমান করে ভোর সাড়ে পাঁচটার দিকে তার নিজ রুমের আড়ার সাথে রশি পেচিয়ে  গলার ফাঁস দিয়ে আত্নহত্যা করেন।


এঘটনায় ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শওকত হোসেন জানান, কোন অভিযোগ না থাকায়, মৃতের পরিবারের অনুরোধে, বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024