নিউজ ডেস্ক :


চলতি সপ্তাহের তিন কার্যদিবসে প্রতিদিনই সূচক ও লেনদেন কমছে। তবে এই দরপতনকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব হিসেবে দেখছেন বিনিয়োগকারীরা।


বুধবার (১০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৮০ পয়েন্টে। সূচকের বড় পতনের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। ফলে মঙ্গলবারের চেয়ে ২৮৪ কোটি টাকা কমে হয়েছে ৭৯৯ কোটি ৪৮ লাখ টাকা। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৩ কোটি টাকা।


লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্য দর বেড়েছে ২৬ টির, কমেছে ২৭৯ টি এবং অপরিবর্তিত রয়েছে ৭৪ টির দর।


এদিকে বিপরীত চিত্র দেখা গেছে ডিএসইর এসএমই বোর্ডে। মূল বাজারে বড় দরপতনের মধ্যেও ইতিবাচক ছিল এসএমই কোম্পানির এই প্লাটফরম। বুধবার ডিএসএমই-এক্স ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৪ পয়েন্টে। লেনদেন হওয়া ১৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯টির এবং কমেছে ৪টির।


অপর বাজার ডিএসইর ধারাবহিকতায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচকেও বড় পতন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৩২ পয়েন্টে। লেনদেন হয়েছে ১৭ কোটি ১৬ লাখ টাকা। যা আগের দিন চেয়ে ১ কোটি ২১ লাখ টাকা কম।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024