সর্বজনীন পেনশনের 'প্রত্যয় স্কিম' বাতিলের দাবিতে ও কর্মকর্তাদের জন্য ইউজিসির সুপারিশকৃত অভিন্ন নীতিমালা ১২ দফা সংযোজনের দাবিতে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের চতুর্থ দিনের মতো কর্মবিরতি চলছে। এতে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম। 

বৃহস্পতিবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহ্বানে বশেফমুবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে অবস্থান কর্মসূচি করে কর্মকর্তা-কর্মচারীরা৷ কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মো. আব্দুল হালিমের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক শহীদুজ্জামানের সঞ্চালনায় অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এসএম. মোদাব্বির হোসেন, সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন, সদস্য এসএম. আহসান হাবিব এবং কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য দেয়৷ এতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সরেজমিনে গিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবন ঘুরে দেখা যায় শিক্ষকদের কর্মবিরতির জন্য ক্লাস-পরিক্ষার পাশাপাশি কর্মকর্তাদের কর্মবিরতিতে পুরো স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম৷ 


বক্তরা 'প্রত্যয় স্কিম' বাতিল করে পেনশন পুনর্বহালসহ যেসব বৈষম্য ও অসঙ্গতি রয়েছে তা দূর করার দাবি জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024