গ্ৰামীণ ব্যাংকের উদ্যোগে ২০২৪ সালের মধ্যে দেশব্যাপী পর্যায়ক্রমে ৩০ কোটি গাছ লাগানোর কর্মসূচী নেওয়া হয়। এ ব্যাংকের চেয়ারম্যান ড. একে এম সাইফুল মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীনের উদ্যোগে এ কর্মসূচীর এরই অংশ হিসেবে নীলফামারী জোন হাতীবান্ধা এলাকার পাটগ্রাম শাখার সদস্যদের মধ্যে বৃহস্পতিবার (০৪ জুলাই) গাছের চারা বিতরণ শুরু করা হয়। প্রতিটি সদস্যদেরকে ছয়টি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করা হয়।


শাখা ভবন চত্বর হতে এসব চারাগাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্যাংকের হাতীবান্ধা এরিয়া ম্যানেজার রকিবুল ইসলাম, পাটগ্রাম শাখা ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম, সহকারী শাখা ব্যবস্থাপক মহসিন মিয়া প্রমুখ। এ শাখার ২ হাজার ৪১৮ জন সদস্যদের মধ্যে ১৪ হাজার ৫০৮ টি চারা বিতরণ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024