|
Date: 2024-07-05 09:35:10 |
চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের ২ নং ওয়ার্ড বুধুন্ডা গ্রামের উত্তর বুধুন্ডা মোল্লা বাড়ী সংলগ্ন এই বাঁশের সাঁকো অবস্থিত। বাঁশের সাঁকো গ্রামীণ জনপদের অনন্য ঐতিহ্যর নির্দশন ছিলো। যা আজ চিরায়ত আবহমান বাংলার চিরচেনা দৃশ্য হয়ে উঠেছে। নদ-নদী,খাল,বিল যাতায়াতের সহজ মাধ্যম হিসেবে ব্যাবহৃত হতো এটি। এটি পল্লী গ্রামে বর্ষার মৌসুমে নদ-নদী,খাল,বিল পানিতে কিংবা কাঁদায় পরিপূর্ণ থাকতো তখন, সেসব জায়গা দিয়ে সহজে যাতায়াত হওয়ার জন্য বাঁশের সাঁকো ব্যবহার করা হতো। নদী, খাল বা যেকোনো জলাশয়ের ওপর দিয়ে যাতায়াতের জন্য সবচেয়ে সহজ পন্থা হচ্ছে বাঁশের সাঁকো।
অনেক আগে থেকেই এই ভূখণ্ডে বাঁশের সাঁকোর প্রচলন ছিল বেশী । বর্তমান সভ্যতার বিকাশে ইট পাথরের ব্যবহারের ফলে বাঁশের সাঁকো দেখতে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার এখন । দিনে দিনে এটি পল্লী বাংলা থেকে বিলুপ্ত হয়েছে যাচ্ছে । তবে গ্রাম-গঞ্জে এখনো কোথাও না, কোথাও খুব কম সংখ্যক ঐতিহ্যের স্মারক বাঁশের সাঁকোর দেখা মেলে বটে চলে। তেমনি দেখা গেলো দিনের পর দিন বাঁশের সাঁকোর উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে বুধুন্ডা গ্রামের বাসিন্দারা। এই গ্রামের হাজার হাজার লোকজন এই বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে। এই গ্রামের বাঁশের সাঁকো অবাক করার বিষয়গুলো হচ্ছে বর্তমান দেশ ডিজিটাল বাংলাদেশ হিসেবে পরিচিতি লাভ করলেও,কিন্তু এই গ্রামের হাজার হাজার লোকজন সেই পুরনো ঐতিহ্যের মধ্যেই রয়েছে। একটি পাকা ব্রীজের অভাবে দূর্ভোগ পোহাচ্ছে গ্রামের কয়েক হাজার মানুষ। তিন যুগের বেশি সময় ধরে তাদের একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো।
এই গ্রামের উত্তর বুধুন্ডা মোল্লা বাড়ী সংলগ্ন পাকা ব্রীজ না হওয়ায় এখানে খালের ওপর নির্মিত অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে আশপাশের গ্রামের মানুষ যাতায়াত করে থাকেন। একমাত্র ব্রীজের অভাবে হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে দোদুল্যমান একটি বাঁশের সাঁকো আর নিরাপত্তাহীন খেয়া। স্থানীয় এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে প্রতিবছর খরা মৌসুমে বাঁশের সাঁকো তৈরি করা হয়। আবার বর্ষা মৌসুমে তা পানিতে তলিয়ে ও নষ্ঠ হয়ে যায়। আর প্রতিদিন সেই বাঁশের তৈরি সাঁকোর ওপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী, গর্ভবতী মহিলা, অসুস্থ রোগীসহ সকল শ্রেণি-পেশার মানুষ পারাপার হন। এই গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই বাঁশের তৈরি সাঁকোটি। বুধুন্ডা গ্রামের উত্তর বুধুন্ডা বাসিন্দাদের একটাই দাবী দ্রুত ব্রীজ সংস্কার করার মহতি উদ্যেগ গ্রহন করার নিমিত্তে চাঁদপুর কচুয়া-১ আসনের বর্তমান সাংসদ সদস্য ড. সেলিম মাহমুদ এমপি, উপজেলা চেয়ারম্যান মোঃ মাহবুব আলম, স্থানীয় ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদারের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে বিষয়টি নিশ্চিত করার আহবান এলাকাবাসীর।
© Deshchitro 2024