জীবনের প্রতিটা দিনই অপার সম্ভাবনাময়, সফলতার পিছনে থাকে প্রতিটা দিনেরই অগ্রনী ভূমিকা, প্রতিটা দিনই মানুষকে নতুন করে গড়ে, প্রতিটা দিনই ভ্রান্তের বিপরীতে অভ্রান্তিকে চিনতে শেখায়, দেখায় আত্মশুদ্ধির অবারিত সম্ভাবনা। স্রষ্টার কোনো দিবসই নির্দিষ্ট লক্ষ্য হাসিলের জন্য সৃজিত নয়, প্রতিটা দিবসই স্বার্থকতার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে সক্ষম। প্রতিটা দিনই স্রষ্টাকে চেনার, প্রতিটা ক্ষণই সৃষ্টিকে চেনার জন্য নির্মিত। 

যদি প্রতিটা দিনই আপনাকে সুচারুরূপে গড়তে পারে, দৃঢ় প্রত্যয়ী করতে পারে কর্মক্ষেত্রের প্রতিটা স্তরে। যদি প্রতিটা ক্ষণই আপনার সফলতার পথকে করতে পারে অতি মসৃণ, যদি প্রতিটা দিবসই আপনাকে কদর্যতাকে চিনতে শেখায় তাহলে কেন আপনি পশ্চিমা সংস্কৃতির স্রোতে গা ভাসিয়ে নিজের ক্ষতির পথকে সুগম করছেন? কেন জেনেশুনে নিজের ব্যক্তিত্ব ও শুদ্ধ চিন্তাধারাকে বিকৃত রূপ দিচ্ছেন?


প্রবৃত্তি নিয়েই ধরায় প্রতিটা জীব-অনুজীব উৎসারিত,কিন্তু সেখানে আমাদের মানুষের পার্থক্য শুধু জ্ঞানে। আর যে এই জ্ঞান দিয়ে নিজ স্বকীয়তাকে চিনতে পারে, বুঝতে পারে নিজের লক্ষ্য-উদ্দেশ্যকে তার কাছে তার জীবনতরী সামলে নেওয়া আর যাইহোক দুঃসাধ্য না। যে প্রতিটা দিনকে, প্রতিটা ক্ষণকে, প্রতিটা মুহূর্তকে পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করে, সফলতাও তাকে সর্বাবস্থায় সমীহ করতে বাঁধ্য। বৈরিতা হোক সব অন্ধকার অপসংস্কৃতির বিরুদ্ধে।


লেখকঃ আসিফ আহমেদ 

(শিক্ষার্থী), রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024