শ্যামনগরে বিনামূল্যে নারিকেল চারা ধান বীজ ও সার বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকালে(৫ জুলাই) উপজেলার প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে নারিকেল চারা, রোপা আমন(উফসি) ধান বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

প্রান্তিক কৃষকদের মাঝে ধানবীজ,রাসায়নিক সার ও নারিকেল চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী স্মাট বাংলাদেশ তৈরী করেছেন। কৃষকরা ও স্মাট হয়েছেন। অ্যাপসের মাধ্যমে কৃষকরা কৃষি ফসল উৎপাদনের সকল তথ্য পাচ্ছেন। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তিনি কৃষি কাজের গুরুত্ব তুলে ধরেন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা।

২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে নারিকেল চারা ও রোপা আমন (উফসি ) ধান ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রান্তি কৃষক ও ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে প্রনোদনা ও পুর্নবাসন কর্মসূচি বাস্তবায়নের আওতায় ৩০০ জন প্রান্তিক কৃষকের মাঝে ১হাজার পাঁচ শতটি নারিকেল চারা, ১ হাজার ৯শত জন কৃষকের মাঝে ধানবীজ ও সার বিতরণ করা হয়। জানা যায় কৃষকরা মাথা পিছু  ৫ কেজি ধান বীজ, ২০ কেজি সার ও ৫টি করে নারিকেল চারা পাবেন।

ছবি- শ্যামনগরে বিনামূল্যে নারিকেল চারা, ধান বীজ ও সার বিতরণ করছেন এমপি এস এম আতাউল হক দোলন।






প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024