|
Date: 2022-11-04 16:49:38 |
চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে ১১০ কার্টন সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটক ব্যক্তির নাম মো. আমান উল্লাহ ,
সে ফটিকছড়ির লেলাং ইউনিয়নের চারালিয়া হাট এলাকার বাসিন্দা বলে যানা যায় ।
শুক্রবার (৪ নভেম্বর) সকালে ফ্লাই দুবাই ফ্লাইটে এফজেড, ৫৬৩-এ দুবাই থেকে চট্টগ্রাম আসেন ওই যাত্রী।
কাস্টমস কর্মকর্তারা জানান, স্ক্যানিংয়ের সময় ওই যাত্রীর ব্যাগে লুকানো কার্টনগুলো শনাক্ত করা হয়। জব্দকৃত সিগারেটের মূল্য তিন লাখ ৩০ হাজার টাকা। রাজস্ব ফাঁকির পরিমাণও তিন লাখ ৩০ টাকা। সিগারেটের ক্ষেত্রে ঘোষণা দিয়ে আনা হলে দ্বিগুণ রাজস্ব পরিশোধ করতে হয়। পণ্যগুলো বাজেয়াপ্তকরণের জন্য কাস্টমসের কাস্টোডিয়ান শাখায় রাখা হয়েছে।
© Deshchitro 2024